আজকের জোকস : ৪ সেপ্টেম্বর, ২০২২
বসে বসে আর খাবে না ছেলে
মা: কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?
ছেলে: এখন থেকে এভাবেই খাব!
মা: কেন?
ছেলে: আর কত অপমান সহ্য করব?
মা: কীসের অপমান?
ছেলে: বাবা রোজই বলেন, ‘এত বড় ছেলে, এখনো বসে বসে খাস!’
****
‘ওয়াইফ’ শব্দটি যেভাবে এলো
শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কীভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কীভাবে সেটা বল।
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।
শিক্ষক: পিটিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।
***
অহংকার ভেঙে চুরমার
দুই বন্ধুর কথা হচ্ছে—
১ম বন্ধু: আমার কাছে ৮টি গাড়ি আছে, ১০টি ফ্ল্যাট আছে, ৫টি হোটেল আছে, তোর কাছে কি আছে শুনি?
২য় বন্ধু: আমার কাছে একটি ছেলে আছে, আর যার গার্লফ্রেন্ড হল তোমার একমাত্র মেয়ে। তোমার মেয়ে আমার ছেলেকে ছাড়া বাচবেনা, হুম এবার বল কি যেন একটা হিসাব শোনাচ্ছিলে!