আজকের জোকস : ৫ সেপ্টেম্বর, ২০২২
সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।
****
খারাপ খবর
ডাক্তার তার রোগীকে ফোনে বললেন—
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।
রোগী: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: মেডিক্যাল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।
রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?
ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।
***
দুই বন্ধুর কথা হচ্ছে—
১ম বন্ধু: আমার একটি ছাগল আছে। কিন্তু ছাগলের বাচ্চা হয় না। এইবার যদি ছাগলের বাচ্চা হয় তাহলে আমি একটা নিয়ত করেছি।
২য় বন্ধু: কি নিয়ত করেছ বন্ধু?
১ম বন্ধু: ছাগলের বাচ্চা হলে আমি একটা হাতি কোরবানি দিব।
লেখক: সুলতান মাহমুদ
শ্রেণি: সপ্তম, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।