আজকের জোকস : ১০ সেপ্টেম্বর, ২০২২
কৃপণ ও হিসাবির মধ্যে পার্থক্য
রাহেল: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
রাজিব: ঠিক কৃপণ না, একটু হিসাবি।
রাহেল: কেমন?
রাজিব: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।
****
ইভটিজিং ও ভালোবাসার মধ্যে পার্থক্য
পাড়ার এক ছেলেকে দাঁড় করিয়ে মেয়ের বাবা বললো—
মেয়ের বাবা: ইভটিজিং ও ভালোবাসার মাঝে পার্থক্য কী?
ছেলে: মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না থাকলে হয় ইভটিজিং।
মেয়ের বাবা: তুমি কি ইভটিজিং কর?
ছেলে: না, আপনার মেয়ে তো রাজিই!
****
দেয়াল থাকার উপকারিতা
বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বললো—
শফিক: আপনি দেখতে খুব সুন্দর।
মেয়ে: ধন্যবাদ।
শফিক: ইশ। আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত।
মেয়ে: হু, আমিও তাই ভাবছি।
শফিক: কী থাকার কথা ভাবছেন, বলুন তো?
মেয়ে: একটা দেয়াল।