আজকের জোকস : ২২ সেপ্টেম্বর, ২০২২
ধৈর্য্যের পরীক্ষা
লেকের পাশে এক লোক নিয়মিত বড়শি পেতে মাছ ধরেন। যে কয় ঘণ্টা তিনি মাছ ধরে কাটান, পাশে বসে ঠিক ততক্ষণ এক লোক গভীর মনোযোগে তার মাছ ধরা দেখেন। একদিন মাছ শিকারি ওই মনোযোগী দর্শককে বললেন—
শিকারি: ভাই, মাছ ধরার প্রতি তো আপানার সাংঘাতিক নেশা দেখি!
দর্শক: জ্বি!
শিকারি: আসলে আমার চেয়ে বেশি আপনার আগ্রহ।
দর্শক: জ্বি!
শিকারি: তো এক কাজ করলে তো পারেন, আপনি নিজেই মাছ ধরুন না!
দর্শক: আমার অতো ধৈর্য নেই ভাই!
****
পৃথিবীর সবচেয়ে গরিব ব্যক্তি
শিক্ষক: বল তো পৃথিবীতে সবচেয়ে গরিব কে?
বল্টু: স্যার, নিশ্চিত কইরা কইতে পারি না।
শিক্ষক: অনিশ্চিত করেই বল, শুনি!
বল্টু: স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয়, পিকটা কেমন হলো বলুন তো বন্ধুরা?
শিক্ষক: তারা গরিব হয় কীভাবে?
বল্টু: কারণ তাদের ঘরে একটা আয়নাও নাই।
****
ফোর জি জিনিসটা কি?
কাস্টমার: বলছেন ফোর জি, ফোর জি। কিন্তু ফোর জি জিনিসটা যদি বুঝিয়ে দিতেন একটু।
দোকানদার: আপনার মোবাইল আছে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: তাতে কল আসে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: সেটা দিয়ে কল যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: মেসেজিং করা যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: ব্যস, এতেই চলবে।