আজকের জোকস : ২৪ সেপ্টেম্বর, ২০২২
মারার ফন্দি করেছো নাকি?
এলোপাথারিভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি। আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।
শায়লা : ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারার ফন্দি করেছো নাকি?
ড্রাইভার : ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ করে রাখুন।
***
তোমার স্বামীকে খুন করলে?
জজ : হত্যা করার রাতে তোমার স্বামী শেষ কী বলেছিল?
স্ত্রী : আমার চশমা কোথায় সুপর্ণা?
জজ : শুধু এ কথা বলাতে তুমি তোমার স্বামীকে খুন করলে?
স্ত্রী : আমার নাম পাপিয়া।
****
কৌতুক- এক : মেয়ে মনে হয় প্রেম করছে
একমাত্র মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সিরিয়াস কথা হচ্ছে-
স্বামী : আমাদের মেয়ে মনে হয় প্রেম করছে।
স্ত্রী : তুমি এরকম ভাবছো কেন?
স্বামী : না মানে, এখন সে আর আমার কাছে হাতখরচের টাকা চায় না!