আজকের জোকস : ১৬ নভেম্বর, ২০২২

বাঘ ও বল্টুর বাবা
চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে!
বল্টু: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে!
বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
বল্টু: আমি বাসায় যাব কীভাবে!
****
বিয়ে যখন ছাত্রের জীবনের লক্ষ্য
স্যার: তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র: বিয়ে।
স্যার: আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র: জামাই।
স্যার: আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র: বউ।
স্যার: গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?
ছাত্র: বউ নিয়ে আসব।
স্যার: গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চান?
ছাত্র: নাতি-নাতনি।
স্যার: ইয়া খোদা! তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র: বিয়ে।
***
সঠিক উপায়ে শিশু লালন পালন
মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন—
লিলি: মন্টু, কী করছিস ওখানে?
মন্টু: বই পড়ছি মা।
লিলি: এই বই তুই পড়ছিস কেন?
মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমাকে তোমরা ঠিকঠাক মতো লালন পালন করছো কি না!