আজকের জোকস : ১৯ নভেম্বর, ২০২২

বোনের আংটি প্রেমিকাকে দিলো
একদিন বাবুল তার বন্ধুকে বলছে—
বল্টু: দোস্ত, আমি আমার প্রেমিকার জন্মদিনে ছোট বোনের হীরার আংটিটা চুরি করে গিফট দিয়েছি।
বন্ধু: শালা, দেব একটা চড়। অনেক কষ্ট করে আমি আংটিটা কিনেছিলাম!
বল্টু: এত রাগ করিস কেন রে বেকুব?
বন্ধু: রাগ করবো না মানে?
বল্টু:আংটিটা তো তোর বাসায়ই গেছে!
****
মইয়ের খোঁজে ফায়ার ব্রিগেডে ফোন
টেলিফোনের অপরপ্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল—
তরুণী: একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
অপরপ্রান্ত: এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
তরুণী: এটা যে ফায়ার বিগ্রেড অফিস, তা জেনেই আমি ফোন করেছি। আসলে ছেলেটার আরও একটু বড় মই দরকার।
***
বিশাল র্যাপিং পেপার কোথায় পাওয়া যায়
পাঁচ বছরের মেয়ে আর স্বামীকে নিয়ে বাবার দেওয়া নতুন বাড়িতে উঠলেন মিসেস রুনা। বাড়িতে উঠে মেয়ে বললো—
মেয়ে: আম্মু এই বাড়িটা কার?
রুনা: আমার। তোমার নানু এটা আমাকে গিফট করেছে।
মেয়ে: এমন বিশাল র্যাপিং পেপার নানু কোথায় পেল?