আজকের জোকস : ৭ ডিসেম্বর, ২০২২

ছেলের ইচ্ছা পূরণ
স্বামী: দেখ, তোমার ছেলে কী ভাবে কাঁদছে। সকাল থেকে বায়না ধরেছে গাধার পিঠে চড়ে ঘুরবে। গাধা আমি কোথায় পাব?
স্ত্রী: গাধার দরকার নেই। তোমার পিঠে চড়িয়ে ঘোরাও, দেখবে কান্না থেমে গেছে।
****
বাবার জন্য অঙ্কের টিউটর জরুরি
বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
***
সুইমিং পুলের চাঁদা
এলাকায় সুইমিং পুল করার জন্য চাঁদা তোলা হচ্ছে-
বাবলু: বাবা, এক ভদ্রলোক নতুন একটা সুইমিং পুল তৈরি করার জন্য চাঁদা চাইছেন।
বাবা: ওকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে।