আজকের জোকস : ২৬ জুন, ২০২১
স্যার : এই রবিন, বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি কোনটি?
রবিন : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি হচ্ছে গরু।
স্যার : এইটা কেমনে সম্ভব? ব্যাখ্যা দে।
রবিন : ব্যাখ্যাতো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণি।
***
ডাক্তার : চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।
কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।
ডাক্তার : কী অবস্থা আপনার চাচার?
রোগীর আত্মীয় : খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!
***
ডাক্তার : শুনুন, আগামীকাল সকালবেলায় প্রস্রাব টেস্ট করবো। এই বোতলে আপনার ইউরিন নিয়ে আসবেন।
রোগী : তো, টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবেন?
ডাক্তার : আরে না, আমি নিজেই টেস্ট করবো।
পরের দিন সকালবেলা রোগী বোতল ভরা প্রস্রাব এবং এক প্যাকেট চানাচুর এনে ডাক্তারকে দিলেন-
ডাক্তার : প্রস্রাবের বোতল ঠিক আছে, কিন্তু চানাচুরের প্যাকেট কেন আনলেন?
রোগী : না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন, ব্যাপারটা কেমন দেখায় তাই চানাচুর আনলাম।