আজকের জোকস : ২৯ জুন, ২০২১
ভিজিটিং আওয়ার শেষ হয়েছে অনেক আগেই। তখন হন্তদন্ত হয়ে এক তরুণী তার অল্প পরিচিত প্রেমিক ডাক্তারের সঙ্গে দেখা করতে এলো। ঢুকেই সে সুপারিনটেনডেন্টকে বলল, ‘ম্যাডাম, আমি কি ডাক্তার সেলিমের সঙ্গে দেখা করতে পারি?’
সুপারিনটেনডেন্ট বললেন, ‘আপনি কে সেটা কি জানতে পারি?’
মৃদু হেসে তরুণী বলল, ‘নিশ্চয়ই, আমি তার বোন।’
সুপারিনটেনডেন্ট একটু তাকিয়ে থেকে বলল, ‘আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম তোমায় দেখে। আমি ডা. সেলিমের মা।’
*****
ম্যাডাম : অনেক অনেক বছর আগের কথা। তখন মোঘল সম্রাট আকবরের শাসনামল ছিল। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন।
এমন সময় এক ছাত্র দাঁড়িয়ে-
ছাত্র : ম্যাডাম, এই পোলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে।
ম্যাডাম : এই ছেলে, আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করলে কান ধরে বের করে দেব। তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমিযেন কোথায় ছিলাম?
ছাত্র : ম্যাডাম আকবরের বিছানায়...।
*****
একদিন প্রেমিকা তার প্রেমিককে-
প্রেমিকা : প্রিয়তম, আমাদের এনগেজমেন্টে তুমি কি আমাকে ‘রিং’ দিবে?
প্রেমিক : অবশ্যই! তোমার ফোন নম্বরটা দাও। আমি অবশ্যই রিং দেব।