আজকের জোকস : ৩০ জুন, ২০২১
প্রেমিক প্রেমিকার কথোপকথন।
প্রেমিকা : আচ্ছা,আমি দেখতে কেমন?
প্রেমিক : খুব সুন্দর।
প্রেমিকা : আবার বলতো
প্রেমিক : খুব সুন্দর।
প্রেমিকা : প্লিজ, আবার বলো।
প্রেমিক : আরে বাবা, একটা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।
****
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস : কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী : স্যার আমার বিয়ে।
বস : বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি।
*****
রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, কী হলো? আজ এত চটে আছো কেন?
শফিক : আর বলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে।