আজকের জোকস : ১লা জুলাই, ২০২১
পাখাটা চলছে কেন
এক কৃপণ লোক মৃত্যুশয্যায়-
কৃপণ : ওগো আমার স্ত্রী কোথায়?
স্ত্রী : এই তো এখানে।
কৃপণ : আমার ছেলে-মেয়েরা কোথায়?
ছেলে-মেয়ে : এই তো বাবা এখানে, তোমার পাশে আমরা সবাই আছি।
কৃপণ : ও! সবাই তো দেখছি এখানে। তাহলে পাশের রুমে পাখাটা চলছে কেন?
******
আমার সাথে দৌড় দিন
দূর থেকে এক লোক দেখলো ছোট্ট জনি লাফাচ্ছে। একটু কাছে এসে দেখলো আসলে ছোট্ট জনি কলিং বেল চাপতে চেষ্টা করছে কিন্তু কলিং বেলের নাগাল পাচ্ছে না। সে ভাবলো, আহারে ছোট্ট ছেলেটা কতো কষ্ট করছে, একটু সাহায্য করি।
লোকটি ছোট্ট জনিকে বললো, ‘আমি কি বেলটা চেপে দেবো?’
জনি বললো, ‘আচ্ছা দিন।’
যেই লোকটি বেল চাপলো তখন ছোট্ট জনি বললো, ‘কাজ শেষ। এইবার আমার সাথে দৌড় দিন!’
****
গাড়িওয়ালা কি মারা গেছে
এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিলো। হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। এক লোক ওটাকে নিয়ে গিয়ে খাঁচায় রাখলো।
যখন কবুতরের জ্ঞান ফিরল, তখন সে খাঁচার ভিতর নিজেকে দেখে বললো, ‘হায় আল্লাহ! আমি জেলে! গাড়িওয়ালা কি মারা গেছে নাকি!’