আজকের জোকস : ৩ জুলাই, ২০২১
যে পুরুষ মেয়েদের পাশে বসে না
শ্রেণিকক্ষে বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক। একপর্যায়ে এক ছাত্রের কাছে জানতে চাইলেন—
শিক্ষক: উত্তম পুরুষ কাকে বলে?
ছাত্র: লোকাল বাসে কোনো মেয়ের পাশে খালি সিট দেখেও না বসে এড়িয়ে যাওয়া ছেলেদের উত্তম পুরুষ বলে।
****
হাতি সবচেয়ে হাসি-খুশি প্রাণি
শিক্ষক: বল তো, সবচেয়ে হাসি-খুশি প্রাণি কোনটি?
পল্টু: স্যার, হাতি!
শিক্ষক: কীভাবে?
পল্টু: দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাঁত বের করে রাখে।
****
বাসে দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস
লাল্টু বাসে যাওয়ার সময় সব সময় দাঁড়িয়ে যেত! তা দেখে কন্ডাক্টর বলত-
কন্ডাক্টর: কিরে, তুই সব সময় দাঁড়িয়ে যাস; তোর বাপে কি চৌকিদার আছিল না-কি?
লাল্টুও হেরে যাওয়ার পাত্র নয়—
লাল্টু: তুই সব সময় টাকা চাস, তোর বাপে কি ভিখারি ছিল না-কি?