আজকের জোকস : ৪ জুলাই, ২০২১
সুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটি দুষ্টু মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করল-
মেয়ে : এই যে শুনুন, এখন ক’টা বাজে?
সুজন : পৌনে তিনটা।
মেয়ে : তিনটা বাজলে আমার পিছনে লেগো।
বলেই মেয়েটা এক দৌড়ে পালিয়ে যেতে লাগল। মেয়েটির এমন আচরণে রেগে গিয়ে তার পিছন পিছন দৌঁড়াল সুজন।
পথে হঠাৎ শামীমের সঙ্গে ধাক্কা লাগল। শামীম তো অবাক-
শামীম : কি রে কোথায় যাচ্ছিস?
জন পুরো ব্যাপারটা ওকে বুঝিয়ে বলল। বিষয়টি শুনে শামীম বলল-
শামীম : ও এই জন্য দৌড়াচ্ছিস? এত তাড়াহুড়ো করার কী আছে? তিনটে বাজতে এখনো দশ মিনিট বাকি আছে তো।
****
ক্লাসে স্বর্গ ও নরক নিয়ে ব্যাখ্যা করার পর শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন-
শিক্ষক : তোমাদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাও?
সবাই হাত তুলল। কিন্তু গৌতম চুপচাপ বসে আছে। শিক্ষক এবার গৌতমকে জিজ্ঞাসা করল-
শিক্ষক : কী ব্যাপার, তুমি স্বর্গে যেতে চাও না?
গৌতম : না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।
****
অনুশীলনের সময় এক বোলার তার কোচকে গিয়ে বলল-
বোলার : আমি এইমাত্র স্পিড মিটারে দেখলাম, একটু আগে আমার করা বলটা ঘণ্টায় ১৫০ মাইল ছিল। এটা আমি কাকে জানাবো?
কোচ : স্পিড মিটারের মেকানিককে।