আজকের জোকস : ১২ জুলাই, ২০২১
এক লোক একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলেন তিনটা দরজা।
১ম দরজায় লেখা: বাঙালি খাবার, ২য় দরজায় লেখা : ইংরেজি খাবার, ৩য় দরজায় লেখা: চায়নিজ খাবার। লোকটি তার পছন্দ অনুযায়ী চায়নিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে খাবেন? ২য় দরজায় লেখা: এখানেই খাবেন? লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন তাই ‘এখানেই খাবেন?’ লেখা দরজায় ঢুকলেন। সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি।
১ম দরজায় লেখা: এসি; ২য় দরজায় লেখা: নন এসি। লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন তাই এসি লেখা দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন। ১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন?
২য় দরজায় লেখা: বাকিতে খাবেন? লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়, তাই তিনি ‘বাকিতে খাবেন?’ লেখা দরজাটা খুললেন। খুলতেই নিজেকে রাস্তায় আবিষ্কার করলেন!
****
আপনার চেয়ে ভালো কথা বলবে
এক তোতলা লোক পাখির দোকানে গিয়ে-
তোতলা : ভা-ভা-ই, এ-এ-টা কী পা-পা-খি?
দোকানি : তোতা পাখি।
তোতলা : পা-পা-খি-টা-র দা-দা-ম ক-ক-ত?
দোকানি : আপনি নিলে একদাম এক হাজার টাকা?
তোতলা : এ-এ-ত টা-টা-কা দা-ম। ক-ক-ম হ-বে না?
দোকানি : না কম হবে না।
তোতলা : আ-চ্ছা ভা-ভা-ই, এ-ক হা-হা-জা-র টা-কা-য় দি-ব, কি-ন্তু পা-পা-খি-টা ক-ক-থা ব-ল-বে তো?
দোকানি : আপনার চেয়ে ভালো কথা বলবে, নিয়ে যান।
****
মান-ইজ্জত সব ডুবালি
ভদ্রলোক মাছ কিনতে গেছেন। বড় একটা মাছ দেখে-
ভদ্রলোক : মাছ কত করে কেজি?
মাছওয়ালা : একশ’ বিশ টাকা।
ভদ্রলোক : পেট এত মোটা কেন? পেটে ডিম নেই তো?
মাছওয়ালা : না স্যার, একটা ডিমও নেই। আমার মাছ না?
****
ভদ্রলোক মাছ কাটার জন্য বললেন। কিন্তু কাটার পরেই পেট থেকে ডিম বের হল। মাছওয়ালা একটুও ভিমড়ি না খেয়ে মাছটা হাতে নিয়ে কান্নার ভঙ্গিতে-
মাছওয়ালা : ছি! ছি! এ তুই কী করলি? আমার মান-ইজ্জত সব ডুবালি? আমি জানি তুই সতি-সাধ্বী। আর তুই কিনা...। অবুঝ মাছ স্যার, মাফ করা যায় না?