আজকের জোকস : ৮ আগস্ট, ২০২১
ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল
দুই বন্ধুতে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে অফিসে যাওয়া আমি একেবারেই পছন্দ করি না। এই যেমন সেদিন গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার সময় একজন
অসচেতন মহিলাকে দেখলাম।
দ্বিতীয় বন্ধু : কী করছিল সে?
প্রথম বন্ধু : গাড়ি চালাতে চালাতে সে গাড়ির আয়নায় তাকিয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল! কী ভীষণ অসচেতন! তাকে দেখতে গিয়ে আমারও সমস্যা হয়ে গেল!
দ্বিতীয় বন্ধু : কী সমস্যা?
প্রথম বন্ধু : গালে শেভিং ফোম মাখাতে মাখাতে শার্টে মাখিয়ে ফেললাম!
***
সে এখন আমার চাচি
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : কীরে, তোর মন খারাপ?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, জলির সঙ্গে বিয়েটা ভেঙে গেল। আমার তো টাকা-পয়সা নেই, তাই ও বিয়েটা ভেঙে দিল।
প্রথম বন্ধু : কেন, তুই তাকে তোর বড়লোক চাচার কথা বলিসনি?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, বলেছি। তাই তো সে এখন আমার চাচি!
***
বাজে ছেলের সঙ্গে
খোকা রাতে পড়ছে- ‘লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দীশালা, আগুন জ্বালা।’
অশিক্ষিত মা : খোকন, এত বাজে কথা কোথা থেকে শিখেছ?
খোকা : মা, এ তো আমার কথা নয়, নজরুলের কথা।
মা : তাহলে আর কখনো ওসব বাজে ছেলের সঙ্গে মিশবে না।