আজকের জোকস : ২২ আগস্ট, ২০২১
ডাইনোসর যেভাবে টিকটিকি হলো
বনের ভেতরে টিকটিকি দেখে খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করল—
খরগোশ: তুমি কে?
টিকটিকি: ডাইনোসর।
খরগোশ: বললেই হলো! ডাইনোসর তো কবেই বিলুপ্ত হয়ে গেছে!
টিকটিকি: বিলকুল মিথ্যা কথা! ভয়াবহ অসুখে পড়ে এই দশা হয়েছে আমাদের।
****
গোয়েন্দাপ্রধান : চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী : অবশ্যই, স্যার!
গোয়েন্দাপ্রধান : ওরা তোমাকে চিনে ফেলেনি তো?
গোয়েন্দা সহকারী : অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।
গোয়েন্দাপ্রধান : কীসের ছদ্মবেশে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী : স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।
গোয়েন্দাপ্রধান : কী? হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেয়ার কথা না!
গোয়েন্দা সহকারী : হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সেজন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!
***
গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করলো শিমুল। তারপর গদগদ স্বরে বললো, `প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?`
মলি : তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত!
শিমুল : সত্যি!
মলি : হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারবো।