আজকের জোকস : ২৬ আগস্ট, ২০২১
যখন ফোনে কথা বলি
বল্টু : আমার একটা সমস্যা হচ্ছে।
ডাক্তার : কি?
বল্টু : যখন যার সাথে কথা বলি তাকে দেখতে পাই না।
ডাক্তার : কখন এরকম হয়?
বল্টু : যখন ফোনে কথা বলি।
****
চমৎকার বুদ্ধি
বল্টুকে খুব মশা কামড়াচ্ছে বলে রেগে গিয়ে বল্টু বিষ খেয়ে নিলো।
তারপর বলল, ‘নে এবার রক্ত খা, খেলেই মরবি।’
****
৯টার আগে উঠিই না
জেলকর্তা : কাল তোমার ভোর ৫টায় ফাঁসি হবে।
এটা শুনে বল্টু হেসে ফেললো।
জেলকর্তা : হাসছ কেন?
বল্টু : আরে ধুর! আমি তো সকাল ৯টার আগে ঘুম থেকে উঠিই না।