আজকের জোকস : ২ সেপ্টেম্বর, ২০২১
সাক্ষীকে উকিল একটা ধমক দিলেন-
উকিল : আপনি বিয়ে করেছেন?
সাক্ষী : জি হুজুর, করেছি?
উকিল : কাকে?
সাক্ষী : একটা মেয়েকে।
উকিল : যত্তসব, তাও আবার বলতে হয়। কখনো কাউকে একটা ছেলেকে বিয়ে করতে দেখেছেন?
সাক্ষী : জি হুজুর, দেখেছি- আমার বোন করেছে।
****
ডাক্তার : ভয়ের কিছু নেই। চট করে আপনার দাঁতটা তুলে নেব।
রোগী : না না ডাক্তার, আমার ভয় করছে। আমি যন্ত্রণায় মরে যাব।
ডাক্তার : ঠিক আছে, আপনি একটা ক্যান্ডি খেয়ে নিন। দেখবেন সাহস বেড়ে গেছে।
রোগী : ক্যান্ডি খেয়েছি।
ডাক্তার : কি এখন সাহস বেড়েছে তো?
রোগী : নিশ্চয়ই বেড়েছে, এখন দেখি কে আমার দাঁত তুলতে আসে? দাঁতে হাত লাগালে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো!
***
এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা-
গোয়েন্দা : গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী : নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!
*****
ছোট্ট পাতা গেছে গোয়েন্দাদের অফিসে। দেয়ালে ‘ওয়ান্টেড’ এর তালিকায় টাঙানো অপরাধীদের ছবি দেখে-
পাতা : তোমরা কি সত্যিই ওদের গ্রেফতার করতে চাও?
গোয়েন্দা : অবশ্যই।
পাতা : তাহলে ছবি তোলার সময়ই আটকে রাখলে না কেন?দ