আজকের জোকস : ৬ সেপ্টেম্বর, ২০২১
শায়েস্তা করার মোক্ষম সুযোগ
মৃত্যুশয্যায় স্বামী তার স্ত্রীকে বলছেন-
স্বামী : আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি চৌধুরীকে বিয়ে কর।
স্ত্রী : চৌধুরী! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী : আমি জানি সে আমার শত্রু। তাই চৌধুরীকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে?
****
বউয়ের সঙ্গে ঝগড়া
রফিক : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস?
শফিক : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
রফিক : বলিস কী! তারপর?
শফিক : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’
***
এই যে শুরু হয়ে গেল
অফিস থেকে বাড়ি ফিরে-
স্বামী : শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।
স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে-
স্বামী : শুরু করার আগে এক গ্লাস পানি দাও...বড্ড পিপাসা লেগেছে।
স্ত্রী পানি দিয়ে গেল। পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর-
স্বামী : শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।
এবার স্ত্রী ক্ষেপে গিয়ে-
স্ত্রী : অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা- একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ...নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর...।
স্বামী কানে তুলা গুঁজতে গুঁজতে-
স্বামী : এই যে শুরু হয়ে গেল।
****
নববিবাহিত দম্পতির মাঝে কথা হচ্ছে-
স্ত্রী : যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগ করবে?
স্বামী : মোটেই না।
স্ত্রী : কেন?
স্বামী : তাহলে আমি নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা-টা খুলে রাখতে পারব।