আজকের জোকস : ১২ সেপ্টেম্বর, ২০২১
তোমার বাবাও ছিলেন
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-
স্ত্রী : কাল রাতে একটি স্বপ্ন দেখেছি।
স্বামী : কী?
স্ত্রী : দেখলাম, তুমি আমাকে বেশ কিছু হীরার অলংকার কিনে দিয়েছ!
স্বামী : আরে, আমিও তো একই রকম স্বপ্ন দেখেছি!
স্ত্রী : কী দেখেছ?
স্বামী : তোমাকে অলংকারগুলো কিনে দেয়ার সময় সঙ্গে তোমার বাবাও ছিলেন। আর পুরো টাকাই তো উনিই দিয়ে দিলেন।
****
এখন কালো চুল পাচ্ছি
পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে-
খদ্দের : তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তাই না?
ওয়েটার : আপনি কি করে জানলেন স্যার? খাবার কি খারাপ হয়েছে?
খদ্দের : না, খাবার ঠিকই আছে। তবে আগে সাদা চুল পেতাম, এখন কালো চুল পাচ্ছি।
***
পল্টু কাকা ফোন করলেন কম্পিউটারের দোকানে। বললেন, ‘আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না। আমি, আমার ছেলে, আমার স্ত্রী- কেউই কাজ করতে পারছি না।’
ওপাশ থেকে বলা হলো, ‘আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?
পল্টু কাকা বললেন, অবশ্যই! ফেসবুক!
****
ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।
বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?