আজকের জোকস : ১৬ সেপ্টেম্বর, ২০২১
মৃত্যুপথযাত্রীকে সাহস দেওয়ার চেষ্টা
এক বৃদ্ধ মৃত্যুশয্যায়। চিকিৎসক বলেছেন, খুব বেশি হলে ঘণ্টাখানেকের মধ্যে মারা যাবেন তিনি। তার আত্মীয়-স্বজন সবাই ভিড় করেছে তার বিছানার পাশে। তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে-
নাতি: দাদু, তোমার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছে।
ছেলে: বাবা, তোমার শ্বাস-প্রশ্বাস তো একদম নরমাল।
পুত্রবধূ: শরীরের তাপমাত্রাও তো বেশ স্বাভাবিক।
বৃদ্ধ: শুনে ভালো লাগছে যে, সুস্থ অবস্থায় আমি মরতে যাচ্ছি।
***
ওষুধ খাওয়ার পর ভূমিকম্প
এক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে কেমন দুলছে।
ডাক্তার: না না, ওষুধের জন্য নয়, এখন সত্যিই ভূমিকম্প হচ্ছে!
****
গাড়ি চালাইলেই আগুন
মানসিক ওয়ার্ডে এক রোগী বেডের রেলিং ধরে বসে আছে তো আছেই। অনেক চেষ্টা করার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার বললেন-
ডাক্তার: আপনি এভাবে বসে আছেন কেন?
রোগী: আমি তো ড্রাইভার! তাই গাড়িতে বসে আছি।
ডাক্তার: তাই না কি? তাহলে গাড়ি চালান না কেন?
রোগী: আরে পাগল, সামনে অ্যাকসিডেন্ট হয়েছে। গাড়ি চালাইলেই আগুন দেবে!