আজকের জোকস : ২১ সেপ্টেম্বর, ২০২১
টাকা ধার দেওয়ার শর্ত
বল্টু: আমাকে ১০০ টাকা ধার দেবে?
পল্টু: দিতে পারি। কবে ফেরত দেবে?
বল্টু: তিন দিন পর।
পল্টু: যদি না দাও, তাহলে কিন্তু তোমার সাথে আর কোনদিন কথা বলব না।
বল্টু: তাহলে ৫০০ টাকা দাও।
***
দুধের পাতিলে ইঁদুর
গৃহকর্মী: খালাম্মা, দুধের পাতিলে একটা ইন্দুর পড়ছে।
গৃহিণী: কী! তাড়াতাড়ি ইঁদুরটা সরা।
গৃহকর্মী: ইন্দুর সরানোর ব্যবস্থা কইরাই আফনেরে বলছি।
গৃহিণী: কী ব্যবস্থা করেছিস?
গৃহকর্মী: পাতিলের ভিতরে একখান বিলাই রাইখা আসছি!
***
স্বামীকে বোকা বলল স্ত্রী
সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী রেগে গিয়ে স্বামীকে যা-তা শুনিয়ে দিচ্ছে। নিরুপায় স্বামী বলল-
স্বামী: বোকার মতো কথা বলো না।
স্ত্রী: সে কী! তা না হলে তুমি বুঝবে কী করে?