আজকের জোকস : ২ অক্টোবর, ২০২১
দুটো কানই গুলি লেগে উড়ে গেছে!
ক্রিস্টিনা তার দুষ্টু, চঞ্চল ছোট মেয়েকে বলছেন—
ক্রিস্টিনা: অ্যাঞ্জেল, এখন আমাদের বাড়িতে তোমার বাপির এক বন্ধু আসবেন, তার নাম মেজর ক্রিস্টফার। আফগান যুদ্ধে ভদ্রলোকের দুটো কানই গুলি লেগে উড়ে গেছে। তাই তাকে দেখে যেন জিজ্ঞেস কর না, ‘আঙ্কেল, আপনার কান দুটোর কী হলো?’ তাহলে তিনি কিন্তু ভীষণ রেগে যাবেন।
বলতে বলতে মেজর ক্রিস্টফার কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকলেন। মিসেস ক্রিস্টিনা যখন তাকে আপ্যায়ন করে বসাচ্ছেন; তখন অ্যাঞ্জেল তার মাকে বলল, ‘মামি, তুমি বললে আঙ্কেলের দুটো কানই কাটা, কিন্তু একটা কানের যে আধখানা থেকে গেছে। তাতে আঙ্কেল রেগে যাবেন না তো?’
***
টাকা ধার দেওয়ার শর্ত
বল্টু: আমাকে ১০০ টাকা ধার দেবে?
পল্টু: দিতে পারি। কবে ফেরত দেবে?
বল্টু: তিন দিন পর।
পল্টু: যদি না দাও, তাহলে কিন্তু তোমার সাথে আর কোনদিন কথা বলব না।
বল্টু: তাহলে ৫০০ টাকা দাও।
****
ফাইনাল রিপোর্টটা কোথায়?
প্রথম বন্ধু: তোর পিসিতে তো এতগুলো ‘ফাইনাল’ ফোল্ডার! মোস্ট ফাইনাল, চরম ফাইনাল, একদম ফাইনাল, সত্যি ফাইনাল—কোনটাতে দেখব?
দ্বিতীয় বন্ধু: কোনোটাই না!
প্রথম বন্ধু: তাহলে কোনটা?
দ্বিতীয় বন্ধু: ‘নিউ ফোল্ডার’ নামের ফোল্ডারটা দেখ, ওখানেই ফাইনাল রিপোর্টটা আছে।