আজকের জোকস : ৫ অক্টোবর, ২০২১
চট্টগ্রাম কখন ট্রেনের কাছে পৌঁছবে?
বাবার সঙ্গে চট্টগ্রাম যাবে বলে ট্রেনে উঠেছে ছোট্ট ছেলেটি। এটিই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল সে। একটি বাড়ি পেছনের দিকে চলে গেল, চলে গেল একটা গাছ, একটা ল্যাম্পপোস্ট। অবাক হয়ে দেখছিল ছেলেটি। বাবাকে সে চোখ বড় বড় করে প্রশ্ন করল, ‘বাবা, চট্টগ্রাম কখন ট্রেনের কাছে এসে পৌঁছবে?’
****
ত্রিভুজের জ্বালায় পিরামিড দেখা যায় না!
ছুটি কাটাতে মিশর গেছেন হারিস চৌধুরী। সেখানে পিরামিড দেখে ফেরার পর তার এক বন্ধু জিজ্ঞেস করল-
বন্ধু: কিরে, কেমন দেখলি পিরামিড?
হারিস: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!
***
হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল!
দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত।
১ম ড্রাইভার: কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না!
২য় ড্রাইভার: আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?
****
সাবধানে গাড়ি চালানোয় সন্দেহ
ট্রাফিক: আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি।
চালক: কিন্তু স্যার, আমি তো খুব সাবধানে চালাচ্ছিলাম, বেআইনি কোনো কিছু করিনি।
ট্রাফিক: সেজন্যই তো সন্দেহ হচ্ছে।