আজকের জোকস : ১১ অক্টোবর, ২০২১
ডাক্তারের সঙ্গে চালাকি করার ফল!
ডাক্তারের কাছে গিয়ে রফিক দেখল চেম্বারের দরজায় বড় করে লেখা আছে, ‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০ টাকা বাঁচাতে সে মনে মনে একটি বুদ্ধি আঁটল।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ‘ডাক্তার সাহেব, আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।’ ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর বললেন, ‘আগে যে ওষুধগুলো দিয়েছিলাম, সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।’
****
যে গাড়িতে চড়লে স্ত্রী মারা যায়!
বহু পুরোনো এক প্রাইভেটকারের নিলাম হচ্ছে। ডাক উঠলো, ১ লাখ, ২ লাখ, ৩ লাখ-
হাশেম: ভাই, এই ভাঙাচুড়া বজরা মার্কা গাড়ির এমন কি বৈশিষ্ট্য আছে যে মানুষ এত দাম কইতাছে?
বিক্রেতা: এই গাড়ি এই পর্যন্ত ১০ বার বিক্রি হইছে। সেই ১০ বারই সে অ্যাকসিডেন্ট করছে। আর প্রতিবারই মালিকের বউরা মারা গেছে।
হাশেম: তাইলে আমি ৪ লাখ দিমু!
****
বাসের দরজায় দাঁড়ানোর কারণ
এক পিচ্চি বাসে যাওয়ার সময় বাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। সেটা দেখে কন্ডাক্টর বলল-
কন্ডাক্টর: কিরে, তুই সব সময় দরজার সামনে দাঁড়াইয়া থাকিস! তোর বাপে কি চৌকিদার আছিল?
পিচ্চি: আরে না। আর তুই তো সব সময় টাকা চাইতে থাকিস, তোর বাপে কি ফকির আছিল?
****
প্রেমিককে ভাই বানালো প্রেমিকা
প্রেমিক-প্রেমিকা বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার বান্ধবীরা হাজির। এসেই প্রশ্ন করতে লাগল-
বান্ধবীরা: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবীরা: কেমন ভাই রে? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবীরা: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!