আজকের জোকস : ১৪ অক্টোবর, ২০২১
বাঁচানোর কথা গোপন রাখার অনুরোধ
প্রচণ্ড দুর্যোগের সময় এক নাবিক জাহাজের সর্দারের জীবন বাঁচালেন-
সর্দার: তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, কীভাবে তোমাকে আমি পুরস্কৃত করতে পারি?
নাবিক: সর্দার, সবচেয়ে ভালো হয়, আপনি যদি ব্যাপারটি গোপন রাখেন।
সর্দার: কেন?
নাবিক: কারণ আমি আপনার জান বাঁচিয়েছি, তা জানতে পারলে অন্য নাবিকরা আমার জান নিয়ে নেবে!
****
গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
মুক্তিযুদ্ধের সময় বাঙালির আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তানের কমান্ডার বললেন-
কমান্ডার: উফ! মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছাড়ল। রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।
পাকিস্তানি সেনা: তাই তো বলি স্যার, গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
***
বোকা লোকগুলো মরে গেলে কী হবে?
রাজিব: ভাইয়া, দিন-রাত কী অত ভাবো বলো তো?
আশিক: ভাবছি, বোকা লোকগুলো যদি সব মরে যায়; তখন পৃথিবীটার কী হবে?
রাজিব: তুমি এত স্বার্থপর!
আশিক: কেন?
রাজিব: সারাক্ষণ শুধু নিজের কথাই ভাবো!
****
টর্চ জ্বালিয়ে সূর্য দেখা
রিয়াদ: এই জানালাটা খুলে দেখ তো সূর্য উঠল কি-না।
সাঈদ: খুলে দেখলাম তো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
রিয়াদ: বোকা না-কি তুই?
সাঈদ: কেন?
রিয়াদ: টর্চটা জ্বালিয়ে দেখতে পারছিস না?