আজকের জোকস : ১৮ অক্টোবর, ২০২১
ডাইনোসর যেভাবে টিকটিকি হলো
বনের ভেতরে টিকটিকি দেখে খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করল—
খরগোশ: তুমি কে?
টিকটিকি: ডাইনোসর।
খরগোশ: বললেই হলো! ডাইনোসর তো কবেই বিলুপ্ত হয়ে গেছে!
টিকটিকি: বিলকুল মিথ্যা কথা! ভয়াবহ অসুখে পড়ে এই দশা হয়েছে আমাদের।
****
দুটি মেয়েলি সমস্যা
১. চিরন্তন মেয়েলি সমস্যা হচ্ছে-কী খেলে যে ওজন কমানো যাবে!
২. চিরন্তন মেয়েলি যুক্তি হচ্ছে-ছবিটা যখন তোলা হয়; তখন আমার বয়স এখনকার চেয়ে বেশি ছিল।
****
লেজে আগুন ধরিয়ে দিলে যা হয়
আকাশে ফাইটার জেট উড়তে দেখে এক ঈগল জিজ্ঞেস করল আরেক ঈগলকে-
প্রথম ঈগল: ওটা এত দ্রুত ওড়ে কী করে?
অন্য ঈগল: তোমার লেজে আগুন ধরিয়ে দিলে তুমিও ও রকম দ্রুত উড়তে পারবে।
****
সিংহের ফাস্ট ফুড কোন প্রাণি?
দুটি সিংহ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। একটি মা সিংহ, আরেকটি বাচ্চা সিংহ। এমন সময় বাচ্চা সিংহটি দেখতে পেল একটি হরিণ তাদের দেখে দ্রুত
দৌড়ে পালাচ্ছে। বাচ্চা সিংহটি তার মাকে বলল-
বাচ্চা: আচ্ছা মা, এই যে দ্রুত দৌড়ে যাচ্ছে, এটা কী?
মা: এটা আমাদের ফাস্ট ফুড।