আজকের জোকস : ৪ নভেম্বর, ২০২১
মধ্যাকর্ষণ শক্তি
ছেলে : ইস! কেন যে আপেলের সাইজ তরমুজের সমান হল না!
বাবা : কেন রে?
ছেলে : মধ্যাকর্ষণ শক্তির সূত্রটা মুখস্ত হচ্ছে না!
****
ইন্টারনেট থেকে ডাউনলোড
বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষণ্ন ভঙ্গিতে স্বামীকে-
স্ত্রী : তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!
স্বামী : তাহলে এই হাফ ডজন ছেলে-মেয়ে কি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি?
স্ত্রী : তোমার যা ডাউনলোড স্পিড! এগুলো আমি পাশের বাড়ির লাল্টু, সিন্টু আর পিন্টুর ‘পেনড্রাইভ’ থেকে নিয়েছি।
****
আমি সন্ন্যাস নেব
ছেলে-মেয়ে ও স্ত্রীসহ বজলু গেল শ্বশুরবাড়ি। গিয়ে শ্বশুরের পায়ে সালাম করে বলল-
বজলু : আব্বা, আমি সন্ন্যাস নেব স্থির করেছি।
শ্বশুর : সে কী! সন্ন্যাস নেবে কেন?
বজলু : পরকালের কাজ করবো তাই। যাই হোক আমি সন্ন্যাস গ্রহণের আগে কারো কাছে কোনো ঋণ রাখব না। সব শোধ করে দিয়ে যাব।
শ্বশুর : আমার কাছে তো তোমার কোনো ঋণ নেই।
বজলু : আছে। দশ বছর আগে আপনি আমাকে কন্যা সম্প্রদান করেছিলেন। আজ তা সুদসহ ফিরিয়ে দিয়ে গেলাম।
****
ছোট্ট একটা ধাক্কা দেবো
স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-
স্ত্রী : আচ্ছা জানু, আমি যদি এভারেস্টের চূড়ায় উঠতে পারি তাহলে তুমি আমাকে কী দেবে?
স্বামী : ছোট্ট একটা ধাক্কা দেবো!