আজকের জোকস : ১১ নভেম্বর, ২০২১
মাংস ও বিড়ালের ওজন কতটুকু?
হোজ্জা এক কেজি মাংস কিনে এনে গিন্নিকে দিলেন রান্না করতে। গিন্নি রান্নার পর সব মাংস খেয়ে ফেললেন। হোজ্জা নদী থেকে গোসল সেরে এসে খেতে বসলে মাংস না দেখে জিজ্ঞাসা করলেন। গিন্নি তখন জানালেন-
গিন্নি: বিড়ালে সব মাংস খেয়ে ফেলেছে।
হোজ্জা তাড়াতাড়ি বিড়ালটাকে ধরে ওজন করে দেখলেন যে, সেটার ওজন এক কেজি। গিন্নিকে তখন বললেন- হোজ্জা: এটা যদি বিড়াল হয়, তবে মাংস কোথায়? আর এটা যদি মাংস হয়, তবে বিড়ালটা কোথায়?
***
ওষুধ খাওয়ার পর ভূমিকম্প
এক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে কেমন দুলছে।
ডাক্তার: না না, ওষুধের জন্য নয়, এখন সত্যিই ভূমিকম্প হচ্ছে!
***
মাংস ও বিড়ালের ওজন কতটুকু?
হোজ্জা এক কেজি মাংস কিনে এনে গিন্নিকে দিলেন রান্না করতে। গিন্নি রান্নার পর সব মাংস খেয়ে ফেললেন। হোজ্জা নদী থেকে গোসল সেরে এসে খেতে বসলে মাংস না দেখে জিজ্ঞাসা করলেন। গিন্নি তখন জানালেন-
গিন্নি: বিড়ালে সব মাংস খেয়ে ফেলেছে।
হোজ্জা তাড়াতাড়ি বিড়ালটাকে ধরে ওজন করে দেখলেন যে, সেটার ওজন এক কেজি। গিন্নিকে তখন বললেন- হোজ্জা: এটা যদি বিড়াল হয়, তবে মাংস কোথায়? আর এটা যদি মাংস হয়, তবে বিড়ালটা কোথায়?