আজকের জোকস : ১৫ নভেম্বর, ২০২১
আপনি তো বোকা নন
একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক : বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?
ছাত্র : ধরবে না স্যার।
শিক্ষক : গুড, ভেরি গুড। তাহলে বল তো, কেন ধরবে না?
ছাত্র : স্যার, আপনি তো বোকা নন। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনোই আপনার সোনার আংটিটা পানিতে রাখতেন না।
****
পড়ায় মনযোগী ছিলাম
শিক্ষক : কাল রাতে কে কয়টা পর্যন্ত পড়েছিলি?
আমিনা : স্যার আমি রাত ১২টা পর্যন্ত পড়েছিলাম।
শিক্ষক : কাল রাতে তো ৯টার পরে কারেন্ট ছিল না, তা তুই পড়লি কীভাবে?
আমিনা : পড়ায় এত মনযোগী ছিলাম যে, কখন কারেন্ট চলে গেছে বুঝতেই পারিনি।
***
বাবা-মা দায়ী
নিজেদের দল হেরে যাওয়ায় তিন ফুটবল ভক্ত বেশ হা-পিত্যেশ করছে-
প্রথম ভক্ত : এই অবস্থার জন্য দলের ম্যানেজারই দায়ী। যদি তিনি দলে নতুন খেলোয়াড় নিয়ে আসতেন, তাহলে জয় আমাদের নিশ্চিত ছিল।
দ্বিতীয় ভক্ত : না না, এর জন্য খেলোয়াড়েরাই দায়ী। তারা যদি আরেকটু ভালো খেলে একটা গোল দিতে পারত, তাহলে বিরোধী দলকে কুপোকাত করা যেত।
তৃতীয় ভক্ত : আরে ধুর! তোরা যা বলিস না! এর জন্য আসলে আমাদের বাবা-মা দায়ী। বাবা-মা যদি অন্য কোথাও থাকতেন, তাহলে আমাদের অন্য কোথাও জন্ম হতো। তখন আমরা অনেক ভালো একটা ফুটবল দলকে সমর্থন করতাম। তাহলে আর এমন পরাজয় দেখে কাতরাতে হতো না, বুঝলি?