আজকের জোকস: ২১ নভেম্বর, ২০২১
মেয়েরা কেন ছেলের দিকে তাকায় না
সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো-
লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন।
লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বলল-
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছা...
****
জ্বলবে আগুন ঘরে ঘরে
এক নেতা গ্রেফতার হওয়ার পর তার কর্মীরা মিছিল করছে-
কর্মী: শামীম ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার...
কর্মী: শামীম ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।
***
থাপ্পড় দিয়ে ৬৪ দাঁত ফেলে দেবো
এক বন্ধু আরেক বন্ধুকে রাগের মাথায় বলছে-
১ম বন্ধু: আর একটা ফালতু কথা বলবি, থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাঁত ফেলে দেবো।
সেটা শুনে তাদের আরেক বন্ধু বলে উঠল-
৩য় বন্ধু: দোস্ত, আগে জানতাম, মানুষের দাঁত থাকে খুব বেশি হলে ৩২টি। আর তুই কি না ওকে বলছিস, ওর ৬৪ দাঁত ফেলে দেবি?
১ম বন্ধু: আমি আগেই জানতাম, তুই মাঝখানে এসে নাক গলাবি। তাই তোরটাসহ হিসাব করে বলেছি।
****
স্কুলে দেরী করে আসার কারণ
শিক্ষক: তুমি স্কুলে দেরী করে এলে কেন?
বাবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
বাবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।