আজকের জোকস : ২২ নভেম্বর, ২০২১
স্ত্রীর রান্না খেয়ে যা বললেন স্বামী
স্বামীকে খাইয়ে নববধূ জানতে চাইলেন-
নববধূ: এভাবে পুরোটা বছর যদি রোজ রোজ তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াই, তাহলে বিনিময়ে আমি কী পাওয়ার আশা করতে পারি?
স্ত্রীর কথা শুনে গম্ভীর মুখে স্বামী বলল-
স্বামী: আমার জীবন বীমার সব টাকা।
****
গানের বিনিময়ে এক জোড়া জুতা
ঘরে বসে গান গাইছেন স্ত্রী। কিছুক্ষণ পরে স্বামীকে ডেকে বললেন-
স্ত্রী: ওগো, দেখো, বাইরে থেকে একটা জুতো এসে ঘরে পড়ল।
স্বামী: তুমি গান চালিয়ে যাও, তাহলে এক জোড়া জুতা এসে পড়বে।
***
পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই
স্বামী: ওগো শুনছ, সর্বনাশ হয়ে গেল।
স্ত্রী: কী হয়েছে?
স্বামী: আজ বেতন নিয়ে অফিস থেকে বাড়ি আসার পথে দুই ছিনতাইকারী পিস্তল দেখিয়ে বলল, হয় টাকা দাও না হলে জান দাও।
স্ত্রী: আর তুমিও বোকার মতো টাকাটাই দিয়ে এলে!
****
স্ত্রীর আত্মীয়-স্বজনকে পছন্দ
এক স্ত্রী তার স্বামীকে অভিযোগ করল-
স্ত্রী: তুমি মোটেই আমার আত্মীয়-স্বজনকে পছন্দ কর না।
স্বামী: কে বলল!
স্ত্রী: কে আর বলবে? আমিই তো দেখছি।
স্বামী: কেন? আমি তো তোমার শাশুড়িকে আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি।