আজকের জোকস : ২৫ নভেম্বর, ২০২১
মেয়ের গানের জন্য টাকা ব্যয়
মেয়ে দেখতে গেলেন ছেলের বাবা। মেয়ের বাবা মেয়ের প্রশংসা করতে গিয়ে বললেন-
মেয়ের বাবা: এইমাত্র মেয়েটার যে গান শুনলেন, এর জন্য আমার বহু টাকা ব্যয় করতে হয়েছে।
ছেলের বাবা: হ্যাঁ, তা তো হবেই। নির্ঘাত প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে।
****
ছেলে স্বর্ণের খাটে ঘুমায়
মেয়ের বাবা: বেয়াই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার ছেলে স্বর্ণের খাটে ঘুমায়। কিন্তু এটা তো দেখছি কাঠের।
ছেলের বাবা: ঠিকই দেখছেন। এই খাটে আমার বড় মেয়ে স্বর্ণ ঘুমাত। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় এই খাটে এখন আমার ছেলেই ঘুমায়।
***
বেশি ক্ষুধা অনুভব করছি
এক শেয়ার ব্যবসায়ী গেছেন রেস্টুরেন্টে পিৎজা খেতে-
ওয়েটার: স্যার, আপনাকে পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ, না ছয় ভাগ?
শেয়ার ব্যবসায়ী: তুমি বরং আমাকে আট ভাগ করে দাও, আমি একটু বেশি ক্ষুধা অনুভব করছি!
****
এক সপ্তাহ আগের মাটন কাটলেট
রেস্তোরাঁয় ওয়েটারকে এক ভদ্রলোক বললেন-
ভদ্রলোক: গত সপ্তাহে আমি এখানে মাটন কাটলেট খেয়েছিলাম। আজও খাচ্ছি। কিন্তু সেদিনেরটা অনেক ভালো ছিল।
ওয়েটার: কী বলেন স্যার! দুটি কাটলেটই তো একই দিনে বানানো।