আজকের জোকস : ২৯ নভেম্বর, ২০২১
স্ত্রীর রান্না খেয়ে যা বললেন স্বামী
স্বামীকে খাইয়ে নববধূ জানতে চাইলেন-
নববধূ: এভাবে পুরোটা বছর যদি রোজ রোজ তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াই, তাহলে বিনিময়ে আমি কী পাওয়ার আশা করতে পারি?
স্ত্রীর কথা শুনে গম্ভীর মুখে স্বামী বলল-
স্বামী: আমার জীবন বীমার সব টাকা।
****
গানের বিনিময়ে এক জোড়া জুতা
ঘরে বসে গান গাইছেন স্ত্রী। কিছুক্ষণ পরে স্বামীকে ডেকে বললেন-
স্ত্রী: ওগো, দেখো, বাইরে থেকে একটা জুতো এসে ঘরে পড়ল।
স্বামী: তুমি গান চালিয়ে যাও, তাহলে এক জোড়া জুতা এসে পড়বে।
***
স্ত্রীর কথা অন্য কান দিয়ে বেরিয়ে যায়
স্ত্রী: আমি যা বলি তা তোমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়।
স্বামী: আর আমি যা বলি তা তোমার দু’কান দিয়ে ঢোকে আর খই ফোটার মতো মুখ দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়।
****
কী কী জিনিস বাড়িতে ফেলে এসেছি
স্ত্রী: ট্রেন তো রাত দশটায়। বিকেল পাঁচটায় আমাদের সবাইকে স্টেশনে আনার মানে কী?
স্বামী: স্টেশনে আগে না এলে কী কী জিনিস বাড়িতে ফেলে এসেছি, তা তো মনে পড়বে না।