আজকের জোকস : ৩০ নভেম্বর, ২০২১
মশা মারতে বিষ খাওয়া
রাতে মশার কামড়ে অতিষ্ঠ রমিজ। কিছুতেই মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাই উপায় খুঁজতে লাগলেন, কী করে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। রুমের ভেতর কিছু একটা খুঁজতেও লাগলেন। হুট করে একটি বুদ্ধিও এসে গেল মাথায়। রুমের ভেতর থাকা বিষের বোতলটি ঢকঢক করে গলায় ঢেলে দিলেন। তারপর নিশ্চিন্ত মনে বললেন, ‘বেয়াকুব মশা। দে, এবার আমার শরীরে কামড় দে, আর মারা পড় গিয়ে।’
****
গাড়ির ব্রেকও কাজ করছে না
জহির রাতের বেলা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। কিন্তু গাড়ির হেডলাইট বন্ধ দেখে পুলিশ তার গাড়ি থামাল— পুলিশ: থামো, থামো, তোমার গাড়ির হেডলাইট তো বন্ধ। কাজ করছে না মনে হয়।
জহির: সরে যান। তাড়াতাড়ি সামনে থেকে সরে যান। আমার গাড়ির ব্রেকটাও কাজ করছে না।
****
কাপড় দেখতে গিয়ে কাণ্ড
সাজু দোকানে গেছেন কাপড় কিনতে—
সাজু: কিছু ভালো কাপড় দেখান তো ভাই।
বিক্রেতা: প্লেইনের মধ্যে দেখাব?
সাজু: আরে না, বিমান-টিমানে নয়, আপনার দোকানে বসেই দেখান না।
****
প্রশ্ন করেছি কুকুরকে
সবুজ প্রতিদিন সকালে তার কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তার বন্ধু দূর থেকে বললেন—
বন্ধু: আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি?
সবুজ: অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা?
বন্ধু: আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।