আজকের জোকস : ১ ডিসেম্বর, ২০২১
খালের ওপর ব্রিজ
এক নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন-
নেতা : আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।
একজন : স্যার, এই গ্রামে তো কোনো খাল নেই। ব্রিজ করবেন কীভাবে?
নেতা : ইয়ে মানে… প্রথমে খাল খনন করব। এরপর খালের ওপর ব্রিজ বানাব।
****
তোমারেও কথা দিলাম
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-
নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
****
সাবান দিয়ে হাত ধুয়ে আটা দিন
ফরিদ : দোকানদার ভাই, আপনার দোকানে ভালো সাবান আছে?
দোকানদার : অবশ্যই আছে।
ফরিদ : ভালোমতো হাত পরিষ্কার হয় তো?
দোকানদার : অবশ্যই হয়।
ফরিদ : জীবাণু থেকে যায় না তো?
দোকানদার : না।
ফরিদ : ঠিক আছে। সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে এক কেজি আটা দিন।
****
ব্যবহারবিধিটা কোথায়
ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মুঠোফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।
বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?