আজকের জোকস : ৪ ডিসেম্বর, ২০২১
বেশি ভালো ভালো না
এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে বাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। বাবলু আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ৬ জনকে বাইরে বের করে আনল।
কিছুক্ষণ পর পুলিশ এসে বাবলুকে ধরে নিয়ে গেল। তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘বাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি। বরং ভালো কাজ করেছে।’
কথা শুনে পুলিশ রেগে গিয়ে বলল, ‘অপরাধ করেনি মানে? সে দোকান থেকে যাদের বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।’
***
রেস্টুরেন্টে গিয়ে অদ্ভুত আব্দার
একদিন এক লোক রেস্টুরেন্টে গেল-
লোক: এই, গরম কী আছে?
বালক: বিরানি, খিচুরি, তেহারি।
লোক: আরও গরম কী আছে?
বালক: মোগলাই পরোটা, পুরি।
লোক: আরও গরম কী আছে?
বালক: দুধ, চা, কফি।
লোক: আরও গরম কী আছে?
বালক: আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোক: যা এক প্লেট নিয়া আয়।
বালক: কেন? কী করবেন?
লোক: বিড়ি জ্বালামু।
***
ছেলে-মেয়েরা যেভাবে গোল্লায় যায়
দুই ভদ্রলোক আলাপ করছে—
প্রথমজন: ভাই, আমার মেয়েটা যা পাকা পেকেছে না! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে।
দ্বিতীয়জন: তা-ও তো ভালো, কমই পেকেছে! আমার ছেলেটা তো একেবারে গোল্লায় গেছে! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক মুছছে!