আজকের জোকস: ৫ ডিসেম্বর, ২০২১
সূর্যের আলো প্রয়োজন নেই
শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্র : চাঁদ, স্যার।
শিক্ষক : কেন?
ছাত্র : স্যার, চাঁদ আমাদের রাতের বেলা আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য দিনের বেলা আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয় না।
****
রচনা কমন না পড়ায় কান্না
স্কুলের বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে-
শিক্ষক : তুমি কাঁদছ কেন?
ছাত্রী : আমার রচনা কমন পড়েনি স্যার।
শিক্ষক : কেন? কী এসেছে?
ছাত্রী : এসেছে ‘ছাত্রজীবন’। কিন্তু স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখবো কীভাবে।
****
ম্যাডামের কথা শুনলে ঘুম চলে আসে
ম্যাডাম : এই ছেলে, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন?
ছাত্র : ম্যাডাম, আপনার কণ্ঠ এত মিষ্টি, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি!
ম্যাডাম : তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না?
ছাত্র : কারণ ওরা আমার মত আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, তাই!
****
ছাত্রের যুক্তিতে অবাক শিক্ষক
কলেজে যুক্তিবিদ্যার ক্লাস চলছে। একপর্যায়ে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করালেন এবং বললেন-
শিক্ষক : আচ্ছা ধর, তুমি চেয়ারে বসেছো, চেয়ার মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসেছো। এ রকম একটি উদাহরণ দাও তো?
ছাত্র : ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে। সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।