আজকের জোকস : ৬ ডিসেম্বর, ২০২১
আপনি তো বোকা নন
একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক : বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?
ছাত্র : ধরবে না স্যার।
শিক্ষক : গুড, ভেরি গুড। তাহলে বল তো, কেন ধরবে না?
ছাত্র : স্যার, আপনি তো বোকা নন। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনোই আপনার সোনার আংটিটা পানিতে রাখতেন না।
****
পড়ায় মনযোগী ছিলাম
শিক্ষক : কাল রাতে কে কয়টা পর্যন্ত পড়েছিলি?
আমিনা : স্যার আমি রাত ১২টা পর্যন্ত পড়েছিলাম।
শিক্ষক : কাল রাতে তো ৯টার পরে কারেন্ট ছিল না, তা তুই পড়লি কীভাবে?
আমিনা : পড়ায় এত মনযোগী ছিলাম যে, কখন কারেন্ট চলে গেছে বুঝতেই পারিনি।
****
তিনি তো মহিলা
শিক্ষক : মদন তুমি কিন্তু খুব বেশি কথা বল।
মদন : স্যার এটা মানে বংশগত।
শিক্ষক : কী বলতে চাও কী? পরিষ্কার করে বল।
মদন : আমার দাদু রাস্তার হকার ছিলেন। আমার বাবা ছিলেন একজন শিক্ষক।
শিক্ষক : আর তোমার মা?
মদন : তিনি তো মহিলা...!
****
বাবা বলে ডাকবি না
বাবা : এবার পরীক্ষায় পাস না করলে আমাকে কিন্তু আর বাবা বলে ডাকবি না, খবরদার।
বকুল : আচ্ছা বাবা।
পরীক্ষার পর-
বাবা : কি রে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে?
বকুল : আপনি কি আমায় কিছু বলছেন রফিক ভাই?