আজকের জোকস : ৮ ডিসেম্বর, ২০২১
পাঁচ কোটি টাকা ঋণ
বিকেলে চায়ের আড্ডায় বাবলু বলছে সেন্টুকে-
বাবলু: বুঝলি, ভাবছি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেব।
সেন্টু: পাঁচ হাজার কেন? তুই বরং পাঁচ কোটি টাকা ঋণ নে।
বাবলু: কেন?
সেন্টু: পাঁচ হাজার টাকা ঋণ করলে সেটা তোর মাথাব্যথা, আর পাঁচ কোটি টাকা ঋণ করলে সেটা ব্যাংকের মাথাব্যথা!
***
টাকা ধার দেওয়ার শর্ত
বল্টু: আমাকে ১০০ টাকা ধার দেবে?
পল্টু: দিতে পারি। কবে ফেরত দেবে?
বল্টু: তিন দিন পর।
পল্টু: যদি না দাও, তাহলে কিন্তু তোমার সাথে আর কোনদিন কথা বলব না।
বল্টু: তাহলে ৫০০ টাকা দাও।
****
ফাইনাল রিপোর্টটা কোথায়?
প্রথম বন্ধু: তোর পিসিতে তো এতগুলো ‘ফাইনাল’ ফোল্ডার! মোস্ট ফাইনাল, চরম ফাইনাল, একদম ফাইনাল, সত্যি ফাইনাল—কোনটাতে দেখব?
দ্বিতীয় বন্ধু: কোনোটাই না!
প্রথম বন্ধু: তাহলে কোনটা?
দ্বিতীয় বন্ধু: ‘নিউ ফোল্ডার’ নামের ফোল্ডারটা দেখ, ওখানেই ফাইনাল রিপোর্টটা আছে।
***
বিয়ের পর সুখে থাকার নমুনা
একদিন দুই বন্ধুতে কথা হচ্ছে-
১ম বন্ধু: আচ্ছা, বিয়ের পর তোরা দু’জন কি সুখে আছিস?
২য় বন্ধু: অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।
১ম বন্ধু: বাহ! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?
২য় বন্ধু: ও যায় বুধবার আর আমি শনিবার।