আজকের জোকস : ১৩ ডিসেম্বর, ২০২১
দুই রঙের মোজা
ধলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন—
শিক্ষক: ধলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন?
ধলা: স্যার, আমি দু’তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম।
শিক্ষক: দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে?
ধলা: স্যার, আমার কী দোষ! আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান।
****
গাড়ি ভাড়া না দেওয়ার ফন্দি
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন। গাড়িচালক তার কাছে ভাড়া চাইল। শুনে তিনি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল—
চালক: ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?
হোজ্জা: আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ।
চালক: ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?
হোজ্জা: তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?
চালক: নিশ্চয়ই দেখেছি।
হোজ্জা: তুমি কি আমাকে চেন?
চালক: না, চিনি না।
হোজ্জা: তাহলে কী করে জানলে যে, আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?
***
ট্রাকের নিচে পড়েছিল
শান্তা ও কান্তা গেছে মিশরে। মমি দেখে তারা খুবই অবাক—
শান্তা: আরে দোস্ত, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।
কান্তা: দোস্ত, আমারও তা-ই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে—বিসি ১৭৬০!
****
ফাঁসির আগে শেষ ইচ্ছা
জেলখানায় সগির ও পুলিশের মধ্যে কথোপকথন—
পুলিশ: ফাঁসির আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আজকে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে।
সগির: হুম, একটা ইচ্ছা আছে।
পুলিশ: কী সেই ইচ্ছা?
সগির: আমার পা ওপরে আর মাথা নিচে রেখে যেন ফাঁসিটা দেওয়া হয়!