আজকের জোকস : ২২ ডিসেম্বর, ২০২১
বার্গার অথবা চুমু
স্ত্রী স্বামীকে বলছে-
স্ত্রী : শুনছো, দরজার লকটা নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দাওতো।
স্বামী : আমি কি কাঠমিস্ত্রী নাকি?
কিছু সময় পর-
স্ত্রী : শুনছো, ড্রয়িংরুমের লাইটা জ্বলছে না। দেখতো কী হয়েছে?
স্বামী : আমি কি মেকানিক নাকি?
বিকেলে অফিস থেকে এসে স্বামী দেখে দরজা আর লাইট ঠিক হয়ে গেছে-
স্বামী : এগুলো কে ঠিক করল?
স্ত্রী : আমাদের প্রতিবেশী। বিনিময়ে তিনি বার্গার অথবা একটা চুমু দিতে বললেন।
স্বামী : তুমি নিশ্চয়ই তাকে বার্গার দিয়েছ?
স্ত্রী : আমি কি ফাস্টফুডের দোকান নাকি...
***
আলু ক্ষেতে অস্ত্র
এক বৃদ্ধ জেলখানায় থাকা তার ছেলেকে চিঠি লিখল-
‘বেটা, আমার অনেক বয়স হইছে। এত বড় ক্ষেত খুড়ে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি।’
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়-
‘বাবা, তুমি ক্ষেত খুইড় না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।’
পরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত খুড়ে দেখল, কিন্তু অস্ত্র পেল না।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল-
‘বাবা, আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্য করতে পারলাম। এখন শুধু আলুর বীজ লাগিয়ে দাও।’
****
এক রোগি চিকিৎসকের কাছে এলো তার পা নীল হয়ে গেছে তাই-
চিকিৎসক : পায়ে বিষের সংক্রমণ হয়েছে, পা কেটে ফেলতে হবে!
কয়েক দিন পর রোগির আরেক পা-ও নীল হয়ে গেল!
চিকিৎসক : এই পায়েও বিষের সংক্রমণ ঘটেছে, সুতরাং কাটতে হবে!
এরপর প্লাস্টিকের পা লাগানোর পরও দেখা গেল, তা নীল হয়ে গেছে!
চিকিৎসক : হুম, এখন আপনার রোগ বুঝতে পারলাম, আপনার জিন্সের প্যান্টেরই রং ওঠে!