আজকের জোকস: ২৭ ডিসেম্বর, ২০২১
লাল বাতি জ্বলে উঠলে
বাবলু রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে যাচ্ছে। একসময় রাস্তার লাল বাতি জ্বলে উঠল। কিন্তু বাবলুর থামার কোনো নামগন্ধ নেই। লাল বাতি পেরোতেই ট্রাফিক পুলিশ বাবলুকে থামিয়ে দিয়ে বললেন—
ট্রাফিক: রাস্তায় লাল বাতি জ্বলে উঠেছে, দেখতে পারছেন না? লাল বাতি জ্বলে উঠলে যে থামতে হয় তা-ও জানেন না, নাকি?
বাবলু: লাল বাতি জ্বলে ওঠা তো দেখেছি, কিন্তু আপনি যে দাঁড়িয়ে ছিলেন এটা দেখতে পাইনি, স্যার।
****
যদি ভালো না বাসো
শীলাকে চিঠি লিখেছে রনি—‘প্রিয় শীলা, আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে চিঠিটা পড়। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়নি!’
***
ধূমপানের অপকারিতা
এক লোক গ্রামের সব ধূমপায়ীকে একত্র করলেন ধূমপানের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ওই জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে বললেন—
লোক: এ থেকে আপনারা কী শিখলেন?
ধূমপায়ী: এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।
****
দেওয়ালটা ভয়ে কাঁপতাছে
লাল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!
বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?
লাল্টু: ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেওয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই! সব ভুয়া। এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেওয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে!