আজকের জোকস : ৩ জানুয়ারি, ২০২২
যেভাবে তরুণীর প্রশংসা করল তরুণ
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল এক তরুণ আর এক তরুণী-
তরুণ: বাহ, লিপস্টিকের রংটা বেশ।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: কানের দুলটাও খুব সুন্দর।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: হাতের চুড়িগুলো খুব মানিয়েছে।
তরুণী: ধন্যবাদ ভাইয়া।
তরুণ: বলছিলাম, তবুও আপনাকে দেখতে একেবারেই ভালো দেখাচ্ছে না!
****
আমেরিকার কারণে পৃথিবীতে অশান্তি
বিদেশে পড়তে এসে আমেরিকান ও ইউরোপিয়ান দুই বন্ধু গল্প করছে-
আমেরিকান: ভাগ্যিস, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল!
ইউরোপিয়ান: না করলেই ভালো হতো। তাহলে পৃথিবীটা একটু শান্তিতে থাকত।
****
থিয়েটার দেখার শ্রেষ্ঠ পদ্ধতি
থিয়েটার দেখতে গিয়ে দুই ভদ্রলোকের মধ্যে কথা হচ্ছে-
জার্মান ভদ্রলোক: জার্মান থিয়েটার দেখার শ্রেষ্ঠ পদ্ধতি কী?
ইংরেজ ভদ্রলোক: থিয়েটার হলে শ্রেফ ঘুমিয়ে পড়া।