আজকের জোকস : ৯ জানুয়ারি, ২০২২
প্রেমিক কাউকে পরোয়া করে না
জিকু ও তার প্রেমিকার মধ্যে কথা হচ্ছে—
প্রেমিকা: আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাস?
জিকু: হ্যাঁ, বাসি। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন?
প্রেমিকা: না, তুমি ইদানীং আমাকে মোটেও পরোয়া করো না তো তাই।
জিকু: আরে বোকা, যে ভালোবাসে সে কাউকেই পরোয়া করে না, এটা তুমি জানো না।
****
একটি রেলওয়ে স্টেশন
এক স্টেশনে ট্রেন থেমেছে। পাশের ভদ্রলোক জিতুকে জিজ্ঞেস করলেন—
ভদ্রলোক: ভাই, এটা কোন স্টেশন?
জিতু: মনে হচ্ছে, এটি একটি রেলওয়ে স্টেশন।
ঠিকানা পড়ার সময় কই
লালু: আচ্ছা, তুই এত জোরে মোটরসাইকেল চালাচ্ছিস কেন? একটু ধীরে যা না!
জিতু: জোরে যাচ্ছি কী এমনি এমনি! অফিসের একটি চিঠি জরুরি পৌঁছে দিতে হবে।
লালু: কোথায় পৌঁছাতে হবে সেই চিঠি?
জিতু: আরে বোকা, ঠিকানা পড়ার সময় পেলাম কই। আমার রাজ্যের তাড়া।
লালু: ও, ঠিক আছে। জোরে চালা তাহলে।
****
পয়সা থেকে টাকা বানানোর উপায়
রাজিব ও তার ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা, আমরা খুব শিগগির বড়লোক হয়ে যাব মনে হচ্ছে।
রাজিব: কীভাবে?
ছেলে: আজ স্কুলে অঙ্ক শিক্ষক শিখিয়েছেন, কীভাবে পয়সা থেকে টাকা বানাতে হয়। আমাদের পয়সাগুলো দাও তো দেখি টাকা হয় কি না!