আজকের জোকস : ১২ জানুয়ারি, ২০২২
দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: এই বলতো দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
ছাত্র: খুবই সহজ উত্তর, স্যার।
শিক্ষক: তাড়াতাড়ি বল।
ছাত্র: মাটিতে, স্যার!
শিক্ষক: অ্যাঁ!
****
স্ত্রীর মুখ বন্ধ রাখার উপায়
ডাক্তার: এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নিচে দিয়ে আধমিনিট মুখ বন্ধ করে রাখতে বলবেন।
স্বামী: কেন ডাক্তার?
ডাক্তার: তাহলে জ্বর কত সেটা টের পাওয়া যাবে।
স্বামী: ডাক্তার সাহেব, সারা দিন রাখতে হয় এমন কোনো থার্মোমিটার নেই?
***
ইঁদুর মারার বিষ
একজন মহিলা অনেক রাতে তার স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছেন। ডাক্তার জানালো তার স্বামী মারা গেছেন। মহিলা তো কান্না জুড়ে দিল। আর অবাক হয়ে জিজ্ঞাসা করলো সে মরলো কীভাবে? ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন—
ডাক্তার: আপনার স্বামী মারা গেলেন কী করে?
মৃতের স্ত্রী: জানি না স্যার! হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, "জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়চ্ছে।" তাই আমি ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। ব্যস উনি তারপর থেকে আর উঠছেন না।
****
প্রেমিকার মহল্লার পোলাপান বিচ্ছু
প্রেমিক: আগামীকাল থেকে আমরা আর তোমার এলাকায় দেখা করব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: তোমার মহল্লার পোলাপান খুবই বিচ্ছু টাইপ।
প্রেমিকা: তোমার সঙ্গে কী করেছে তারা?
প্রেমিক: বেশি কিছু না। তোমাদের গলিতে ঢুকতেই পেছনে কুকুর লেলিয়ে দেয় আর দল বেঁধে গান গায়- ভয় পেলে কি প্রেম করা আর চলে।