আজকের জোকস : ১৬ জানুয়ারি, ২০২২
দেওয়ালটা ভয়ে কাঁপতাছে
লাল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!
বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?
লাল্টু: ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেওয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই! সব ভুয়া। এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেওয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে!
****
নাম শুনে অবাক পুলিশ
তামিলের একটি রাস্তায় গাড়ি থামালো পুলিশ-
পুলিশ: নাম বলো।
ত্রীকুল্লাভাট্টী: সরি স্যার, ভুল হয়ে গেছে।
পুলিশ: নাম বলো!
ত্রীকুল্লাভাট্টী: বাইক আর জোরে চালাব না স্যার। এবারের মতো ছেড়ে দিন।
পুলিশ: নাম বলবে কি না...
ত্রীকুল্লাভাট্টী: ত্রীকুল্লাভাট্টী ত্থেক্কোপারানমন্তনীয়রন্তী ভেঙ্কটাশঙ্করন স্বামী!
পুলিশ: যাও, এবারের মতো ছেড়ে দিলাম।
****
আয়-রোজগার ভালো
আধুনিক বিয়ে-শাদির কথাবার্তা চলছে-
মেয়েপক্ষ: শুনলাম, ছেলে নাকি নেশা করে খুব?
ছেলেপক্ষ: তা একটু আধটু। আমার ছেলে স্বভাবে-আচরণে খুবই ভালো। মিথ্যা বলবো না, ও আজকাল তিন-চার পেগ খায়। তবে তা রাতের বেলায়।
মেয়েপক্ষ: এই বিয়ে পাকা। ছেলে পছন্দ হয়েছে। বোঝা যাচ্ছে, ছেলের আয়-রোজগার খুব ভালো।