আজকের জোকস : ২৮ জানুয়ারি, ২০২২
মন্টুর বাবার বয়স কত?
ঝন্টু: তোর বাপের বয়স কত বছর রে, দোস্ত?
মন্টু: আমার যা বয়স তাই?
ঝন্টু: পাগল কয় কী! এইটা কীভাবে সম্ভব?
মন্টু: যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাপ হলেন। আর আমিই বাপের প্রথম সন্তান, দোস্ত।
****
মেলায় স্ত্রীকে হারিয়ে ফেললে যা করবেন
কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে এক লোক বলছেন
****
লোক: এই যে শুনুন।
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে, আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
****
ভালো কাজের আগে যা করবেন
স্বামী: ভাল কাজের জন্য বাড়ির বাইরে যাচ্ছো, দোয়া-কালাম পড়ে নাও!
স্ত্রী: বিয়ের দিনও তো তাই করেছিলাম!