আজকের জোকস : ২২ জানুয়ারি, ২০২২
এভারেস্ট অভিযাত্রীর অবসর কাটে যেভাবে
দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে—
প্রথম অভিযাত্রী: আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরটা আমার দুই জায়গায় কাটে।
প্রথম অভিযাত্রী: কোথায় কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দেই।
****
কুকুরের কাজ ঘেউ ঘেউ করা
রাতের অন্ধকারে কী একটা শব্দ শুনে সিকিউরিটি গার্ড তার কুকুরকে বললেন—
গার্ড: যাও তো, গিয়ে দেখে এসো, কী হচ্ছে ওখানে।
কুকুর: গরজ থাকলে নিজেই যান, বস। আমার কাজ তো ঘেউ ঘেউ করা। সেটা আমি এখান থেকেই করতে পারব।
***
চব্বিশ ঘণ্টা ব্যাংকিং সেবা
রফিক: আমি যে ব্যাংকে চাকরি পেয়েছি, সেটি খুবই ভালো একটি বিদেশি ব্যাংক।
ইমরান: তাই না-কি?
রফিক: হ্যাঁ। একদিন এসে বেড়িয়ে যাও, তাহলেই বুঝবে।
ইমরান: তোমাদের ব্যাংকের বৈশিষ্ট্য কী?
রফিক: আমরা চব্বিশ ঘণ্টা ব্যাংকিং সেবা দেই।
ইমরান: সর্বনাশ। তাহলে যাব না। একটা ব্যাংকের জন্য এত সময় দিতে হবে!
***
নব্বই বছরের বৃদ্ধ যখন অভিযাত্রী
‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’—এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এলো এক নব্বই বছরের বৃদ্ধ। নিয়োগ কর্তারা তো অবাক। বলল, ‘আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?’
বৃদ্ধ আমতা আমতা করে জবাব দিলেন, ‘অভিযাত্রী হিসেবে না হয় না-ই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?’